নোয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ মাস ৭ দিনের ১ বাচ্চা চুরি

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৭:২১ পিএম
নোয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ মাস ৭ দিনের ১ বাচ্চা চুরি

নোয়াখালীতে এক মা তার  শিশু বাচ্ছা কে ডাক্তার দেখাতে এসে টিকেট কাউন্টারে সিরিয়ালে দাড়ানো অবস্থায় বোরখা পরিহিত এক মহিলা এসে শিশু বাচ্ছাটাকে সহযোগিতার হাত বাড়িয়ে  কোলে নেয়, স্বরল মনে বিশ্বাস করে মা মহিলার হাতে ২ মাস ৭ দিনের আব্দুর রহমান নামের শিশু বাচ্ছাকে তার কোলে দেওয়ার পরে বোরখা পরিহিত মহিলা সহ আর বাচ্ছাকে খোঁজে পাওয়া যায়নি।   

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টায় বেগমগঞ্জ উপজেলার ৫০ শয়্য বিশিষ্ট  স্বাস্থ্য কমপ্লেক্স। হারানো শিশু আব্দুর রহমান উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মমতাজ চৌকিদার বাড়ির মোহাম্মদ লিটন মিয়ার ছেলে। এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অবহিত করা হয়েছে পুলিশ ঘটনা শুনে ঘটনার স্থল পরিদর্শন করেন এবং জেলার সকল থানায় বিষয়টি জানিয়ে দেয়। 

এই ঘটনায় শিশু বাচ্ছার মা জান্নাতুল ফেরদৌস ও  পরিবারের সদস্যদের মাঝে চলছে আহাযারী তাদের পরিবারের চলছে শোকের  মাতম। প্রশাসনের কাছে দ্রুত বাচ্ছাকে ফিরে পাওয়ার জন্য দাবী জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে