মুলাদীতে ইসলামী আন্দোলনের শুরা সদস্য সমাবেশ ও কমিটি গঠন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৭:২৫ পিএম
মুলাদীতে ইসলামী আন্দোলনের শুরা সদস্য সমাবেশ ও কমিটি গঠন

বরিশালের মুলাদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা সদস্য সমাবেশ ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা ইসলামী আন্দোলন কার্যালয়ে এই সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহা. কাওসারুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, সহঅর্থ ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম, সহদফতর সম্পাদক মাও. মো. সিহাব উদ্দিন, সহকারী সেক্রেটারি গাজী ওসমান গনি, সদস্য মাস্টার মাহবুব উল হক মানিক। উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম জিহাদীর পরিচালায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ক্বারী মুহা. মজাহিদুল হকসহ উপজেলা ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশে শুরা সদস্যদের ভোটে আলহাজ্ব এফ এম মাইনুল ইসলামকে সভাপতি ও আবুল কাসেম জিহাদীকে সাধারণ সম্পাদক করে উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক ক্্বারী মুহা. মুজাহিদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে