গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এফএনএস অনলাইন:
| আপডেট: ৮ মার্চ, ২০২৫, ০৮:০৮ পিএম | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৭:২৭ পিএম
গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরের ফকির বাড়ি এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুনে কারখানার শেড, মেশিনারিজ, বিপুল পরিমান এ্যালুমিনিয়াম, রংসহ অনেক মালামাল পুড়ে গেছে। ফায়ার সাভির্সের ৬টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে ওভেনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে