আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৮ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৭:৩৩ পিএম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা

দিনাজপুরের হাকিমপুরে "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালায়ের আয়োজনে পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিরঞ্জন চন্দ্রের সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। 

আলোচনা সভায় বক্তারা সম্প্রতি বরগুনায় শিশু ধর্ষণ, মাগুরায় নারী নির্যাতনের শিকার বিষয়ে আলোচনা করেন। সেই সাথে বক্তারা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন বর্তমান সরকারের কাছে। যাতে করে ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়। 

এছাড়াও বক্তারা আগামী দিনে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়নে পুষ্টিকর খাবার গ্রহণ ও সু শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে