সৈয়দ আবুল হোসেন কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের এর যাত্রা শুরু

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৮:০২ পিএম
সৈয়দ আবুল হোসেন কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের এর যাত্রা শুরু

প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশকে সভাপতি ও অ্যাডভোকেট মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষনা দেন সাবেক শিক্ষার্থীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষনা ইন্সটিটিউট মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনায় মৌখিক গণ ভোটে এ সিদ্ধান্ত চুড়ান্ত করেন সৈয়দ আবুল হোসেন কলেজ (খোঁয়াজপুর) সাকোর প্রাক্তন শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা অংশনেন এ মৌখিক গণভোটে। 

সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের যে কোন প্রয়োজন ও উৎকর্ষতা সাধনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার বিষয়ে একমত হন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা।

সভাপতি নির্বাচিত হওয়ার পরে এক প্রতিক্রিয়ায় প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশ বলেন, সমাজ ও জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও শিক্ষা উন্নয়নেও আধুনিক প্রযুক্তিগত পরিকল্পনার কথা জানান নবনির্বাচিত এই সভাপতি।  আর খুব শিগগিরই পুর্নাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করারও ঘোষনা দেন শিক্ষাবিদ ও সংগঠক  ডক্টর আশরাফ সাদেক পলাশ। 

নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, নাগরিক ব্যস্ততায় থাকা পুরনো বন্ধু , সিনিয়র জুনিয়রদের এক প্লাটফর্মে আনার জন্যই মূলত এই অ্যালমনাই এর যাত্রা শুরু হয়েছে। যেখান থেকে শুধু এই সংগঠনের সদস্যদের জন্যই না দেশের  সার্বিক প্রয়োজনেও  কল্যাণমূলক কাজ করবেন তারা। আদর্শ ও আইকনিক অ্যালমনাই করতে এই সংগঠনের জন্য যা যা করতে হয় সেধরনের প্রস্তুতি নিতে কাজ করবে এই নতুন নেতৃত্ব। 

অনুষ্ঠানের মিলাদ মাহফিলে কলেজের প্রতিষ্ঠাতা, প্রয়াত সৈয়দ আবুল হোসেনসহ প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে