‘অধিকার, সমতা, ক্ষমতা নারী কন্যা উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২৯২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন চাঁদপুর জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা'।
শনিবার (৮ মার্চ ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সনাক ও বিভিন্ন এনজিও সংস্থার নারী ও কর্মকর্তারা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর (হাজিগঞ্জ ও সদর সার্কেল) মুকুর চাকমা,সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত। আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তপন বেপারি, ডে কেয়ার সেন্টার অফিসার কামরুন নাহার ভূঁইয়া, ব্র্যাকের সমন্বয়ক জিয়াউর রহমান,মহিলা প্রশিক্ষনার্থী উদ্যোক্তা মমতাজ আক্তার, সনাকের সহ সভাপতি জেসমিন আক্তার জেমি প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে উপ-পরিচালক নাছিমা আক্তার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিলা অধিদপ্তরের ওয়ানস্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার এসএম তানভীর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র সব সময় নারীদের পাশে আছে। নারীদের ভয় পাওয়ার কোন কারণ নেই। যেখানে নারীর প্রতি সহিংসতা দেখবেন প্রতিবাদ করবেন।চাঁদপুরে যেই ঘটনা ঘটেছে একজন গৃহকর্মীর উপর নির্যাতন। এটি ব্যক্তির অপরাধ। আমরা সেই নির্যাতিত মেয়েটিকে দেখতে গিয়েছি। এখানে রাষ্ট্র সমাজ মিডিয়া আপনাদের পাশে আছে। কখনোই আমরা নারীর চিন্তা চেতনা কর্ম কি হবে তা নিয়ন্ত্রণ করতে পারিনা। আমাদের সমাজে যে সমস্ত ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন ঘটনা। রাষ্ট্র তাদের পাশে রয়েছে। আমি বলব নারীরা যোগ্যতায় তাদের অবস্থান তৈরি করবে। আমাদের নারীদের সম্মান করতে হবে।