চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে আব্দুল হাকিম পিন্টুর গ্রাম সদর উপজেলার চরবাগডাঙ্গার ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, পিন্টুর বাবা মো. হুমায়ন কবীর, বোন জান্নাতুন নেসা, এলাকাবাসীর পক্ষে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাসির উদ্দীন, রবিউল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, ১২ জানুয়ারি চরবাগডাঙ্গার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা কুপিয়ে মারত্মক জখম করে আব্দুল হাকিম পিন্টুকে। হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থেকে ২৩ জানুয়ারি মারা যান তিনি। পিন্টুর মৃত্যুর পর তার বাবা মো. হুমায়ন চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপুসহ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করলেও অজ্ঞাত কারণে মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামীরা মামলা তুলে নেয়ার জন্য আব্দুল হাকিম পিন্টুর পরিবারের সদস্যদের নানানভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এমনকি বিপুল পরিমাণ অর্থ খরচ করে মামলা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।
মানববন্ধন থেকে পুলিশকে আল্টিমেটাম দিয়ে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশ সুপার ও সদর থানার ওসিকে স্মারকলিপি দেয়া হয়।