দিনাজপুরের ঘোড়াঘাটে শবব্দপ্রেমী সাহিত্য সংসদের ১৩তম মাসিক সাহিত্য আসর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ৩টায় আলোর দিশারী বিদ্যা নিকেতন চত্তরে সংসদের সভাপতি প্রকৌশলী কবি আঃ হাদির সভাপতিত্বে ও কবি সাংবাদিক ফিরোজ কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুরের প্রতিভাযশা সাংবাদিক ও এফ,সাকলের প্রতিষ্ঠাতা মহাসচীব সুলতান আহমেদ সোনা। অনুষ্ঠানে বাংলা সাহিত্যের প্রচার ও প্রসার নিয়ে আলোচনা করেন কবি হাদিউর রহমান। আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন উপাধ্যক্ষ(অবঃ) কবি নাসরিন রেখা,আবু নাসের তুহিন,ইমদাদুল হক খান,আকতারজ্জামান,মোকছেদ আলী,কোহিনুর আখতার তুহিন,মাসুদ রানা,ফিরোজ কবির,আহসান হাবিব,আনোয়ার হোসেন,আয়েশা সিদ্দিকা,কুলসুমা আখতার তিন্নি,আতিকা ইসলাম,সেতু মনি,মোহনা সরকার মেধা ও বিপ্লব মন্ডল। শেষে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।