তানোরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৫:০৭ পিএম
তানোরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলার ধর্ষণ মামলার খাইরুল ইসলাম (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বাড়ি তানোর উপজেলার সরনজাই কাচারিপাড়া গ্রামে। রোববার (৯ মার্চ) ভোররাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাউপাড়া গ্রাম থেকে খাইরুলকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ২৫ বছর বয়সী এক নারী তাকে ধর্ষণের অভিযোগে গত ৩ মার্চ খাইরুলের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা করেন। আগের রাতে খাইরুল তাকে একটি গভীর নলকূপ ঘরের বারান্দায় ধর্ষণ করেন বলে তিনি মামলায় অভিযোগ করেন। এই মামলার পর থেকেই পলাতক ছিলেন খাইরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানান, আসামিকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে