ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দু:স্থ শতাধিক নারী-পুরুষের মধ্যে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকালে নাসিরনগর উপজেলার ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ব্রাহ্মণশাসন সড়ক বাজারস্থ কার্যালয় চত্বরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ রতনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্ঠা ডা: মোবারক হোসেন ইলিয়াছ, উপদেষ্ঠা আমির উদ্দিন মাস্টার, মো: ছালেক মিয়া,আলী আজম,সহ-সভাপতি মোশারফ হোসেন, জুনাহিদুল ইসলাম লিটন,হুমায়ুন কবির প্রমূখ। এসময় ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা,সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রতন ও মো: কাউছার আহমেদ। শতাধিক অসহায় ও দুঃস্থ এবং নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রতিজনকে মুড়ি,ছোলা বুট,তেল,খেজুর,পেয়াজ,চিনি,ট্যাংকসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।
ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলাম জানান, ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘ একটি সামাজিক সংগঠন। এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক মূলক উন্নয়ন কাজ। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার যুবকদের উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিকমূলক সংগঠনটি গঠন করার পর থেকে সর্বদা মানবকল্যানে অসহায় ও দু:স্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে আসছি।