চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র বাংলা বিভাগের প্রভাষক মরহুম আব্দুল মতিন মন্ডলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) প্রতিষ্ঠানে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেম মওলানা মোঃ মহসিন আলম জিহাদী। মরহুমের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন,চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,এম এ সামাদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম হেলাল,হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকরাম হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা প্রমুখ। এসময় চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু মাসুম।