সাটুরিয়ায় বিনামূল্যে গরু ছাগল পাইয়ে দেওয়ার নামে টাকা দাবী!

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫২ এএম
সাটুরিয়ায় বিনামূল্যে গরু ছাগল পাইয়ে দেওয়ার নামে টাকা দাবী!

মানিকগঞ্জের সাটুরিয়ার নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্নিত ৬টি ইউনিয়নে ৩ হাজার ৯০০শত জন সুফলভোগীকে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হবে। এ সুযোগে একটি প্রতারক চক্র ওইসব সুফলভোগীদের গবাদি পশু পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৫ থেকে ১০ হাজার টাকা দাবী করছে ওই প্রতারক চক্র। 

সাটুরিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ৬টি ইউনিয়নে প্রাথমিকভাবে সুফলভোগীদের নামের তালিকা করা হয়েছে। হরগজ ইউনিয়নে ১ হাজার ৫১০ জন, বরাইদ ইউনিয়নে ৬৬৯ জন, তিল্লি ইউনিয়নে ১ হাজার ৪৩২ জন, দরগ্রাম ইউনিয়নে ১৪৬ জন, দিঘলিয়া ইউনিয়নে ৩০ জন ও ফুকুরহাটি ইউনিয়নে ১১৬ জন। এসব সুফলভোগীদের মধ্যে বকনা গরু, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস মুরগি, কবুতর ও ঘাস চাষ ও সাইলেজ বিতরণ করা হবে।

প্রতারক চক্রের খপ্পরে পড়া তিলি øচরের আফসার হোসেন ও আলী হোসেন জানান, গত ৬ ডিসেম্বর দুপুরে ০১৯১২৮৯০১৭৭ নম্বর মোবাইল থেকে ফোন আসে। তিনি প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদেরকে গরু বা ছাগল পাইয়ে দেওয়ার কথা বলে ৫ থেকে ১০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে নামের তালিকা থেকে আপনাদের নাম বাদ দেওয়া হবে। সুফলভোগী আলী হোসেন ও আফাসার হোসেন বিষয়টি সাটুরিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. ইমরান হোসেনকে ঘটনাটি জানান। 

সাটুরিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. ইমরান হোসেন বলেন, যে নম্বর থেকে টাকা চাওয়া হয়েছে ওই নম্বর পুলিশকে টেকিং করার জন্য দেওয়া হয়েছে। নম্বর টেকিং করার পর মোবাইল নম্বরটির ঠিকানা দেখানো হয়েছে আঞ্চলিক বাজার ইসলামপুর ঢাকার ঠিকানা শনাক্ত করা হয়েছে। তবে তিনি সকল সুফলভোগীদের প্রতারক চক্রের খপ্পরে না পরার পরামর্শ দিয়েছেন। কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে প্রাণি সম্পদ অফিসের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে