গাবতলীতে জমি চাষাবাদে বাধা দেয়ার অভিযোগ সংবাদ সম্মেলন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৭:৫২ পিএম
গাবতলীতে জমি চাষাবাদে বাধা দেয়ার অভিযোগ সংবাদ সম্মেলন

বগুড়ার গাবতলীতে অন্যায়ভাবে জমি দখল ও চাষাবাদে বাধাদেয়ার অভিযোগে নিজ বাড়িতে রোববার (৯ মার্চ) বিকেল পোনে ৫ টায় আওয়ামী দোসরের সহযোগী ২ ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন নেপালতলী মধ্যে পাড়া গ্রামের বৃদ্ধ আব্দুল হামিদ মন্ডল বাচ্চু।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার পিতা আমিন উদ্দীন মন্ডলের মৃত্যুর পর তার দুই ছেলে আব্দুল হামিদ মন্ডল বাচ্চু ও আব্দুল গনি মন্ডলের মধ্যে সমহারে জমি বন্টন করে নেন। আব্দুল গনি মন্ডল সে বেঁচে থাকাবস্থায় তার প্রাপ্য জমি বিক্রি করে যায়। ২৫ বছর আগে গনি মন্ডলের মৃত্যুর পর তার ২ ছেলে ফুফুর অংশ ক্রয় করে বসতবাড়িতে বসবাস করছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, অবৈধভাবে জমির প্রাপ্যতাদাবী করে মৃত গনি মন্ডলের ২ ছেলে আওয়ামী দোসরের সহযোগী জাকিউল ইসলাম জেকি ও পাপুল ইসলাম ৩ বছর ধরে আব্দুল হামিদ মন্ডলের দখলিয় বিভিন্ন জমিতে চাষাবাদে বাধা ও হয়রানী করে আসছে।

এবিষয়ে ইউনিয়ন পরিষদ, থানা সহ বাড়িতে ৭/৮ বার শালিসি বৈঠক হয়। বৈঠকে প্রমান হয় জেকি ও পাপুলের কোন ফসলী জমি নেই, তার বাবা বেচে থাকাবস্থায় বিক্রি করে গেছেন । জেকি পাপুলের বিরুদ্ধে থানায় ৪/৫ টি লিখিত অভিযোগ করা আছে।

শুক্রবার (৭মার্চ) বর্গাদার জাহিদুর ইসলাম, জমি চাষ করতে গেলে আওয়ামী দোসরের সহযোগী জাকিউল ইসলাম জেকি ও পাপুল ইসলাম বর্গাদার জাহিদুর ইসলামকে মারপিট শুরু করে। এসময় তার চিৎকারে ২/৩ জন উপস্থিত হলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে লোকজন বৃদ্ধি পেলে জেকি ও পাপুল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

এঘটনা যাচাই, ঘটনার স্থানে না গিয়ে মিথ্যা ভিত্তি হীন সংবাদ পরিবেশ করে, মানসম্মানের হানি করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ মন্ডল বলেন। তিনি সাংবাদিকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, জিয়াউল ইসলাম, আব্দুস ছামাদ, জাহিদুর ইসলাম, রায়হান কবির, রানু বেগম, চম্পা বেগম, রুমি বেগম, জেসমিন বেগম, রানী বেগম  ও জোসনা বেগম প্রমুখ সহ গ্রামের সাধারণ লোকজন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে