খানসামার কুমুড়িয়ায় অবস্হিত 2 STAR ইটভাটায় দিনাজপুর জেলার এক্সজিকিউটিপ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার সহ ইটভাটায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজ পত্র দেখতে চাইলে ইটভাটা কতৃপক্ষ দেখাতে অপারোগতা প্রকাশ করায়,প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এবং ভাটার বিভিন্ন অংশে স্কেবেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন অঅনুমোদিত ইটভাটায় অভিযান চলমান থাকবে।
এসময় খানসামা থানা অফিসার ইনচার্জ নজমুল হক তার সঙ্গীও ফোর্স সহ খানসামা ফায়ার সার্ভিসের কর্মী,ও স্হানীয় সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।