তিগফরগাঁওয়ে এইচএসসির ফরম পূরণে অরিক্ত ফি, শিক্ষার্থীদের বিক্ষোভ ও রেলপথ অবরোধ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৮:১০ পিএম
তিগফরগাঁওয়ে এইচএসসির ফরম পূরণে অরিক্ত ফি, শিক্ষার্থীদের বিক্ষোভ ও রেলপথ অবরোধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে কাওরাইদ- গয়েশপুর ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে এরই প্রতিবাদে বিক্ষোভ করে রেললাইন অবরোধ করে এইচএসসির শিক্ষার্থীরা ও এলাকাবাসী ।

গতকাল রোববার দুপুরে কাওরাইদ- গয়েশপুর ডিগ্রি কলেজের সামনে বিক্ষোভ করে ১ ঘন্টা রেললাইন অবরোধ করে রাখে । পরে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা জানান, বোর্ড নির্ধারিত ফরম পূরণে ফ্রি'র চেয়ে বেশী টাকা দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ । এর প্রতিবাদে কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করে । এতে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ গয়েশপুর ডিগ্রি কলেজের সামনে রেলত্রুসিং এলাকায় আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অধ্যক্ষ মাজাহারুল ইসলাম অতিরিক্ত ফ্রি বাতিলের ঘোষনা দিলে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ প্রত্যাহার করে নেন। পরে এক ঘন্টা বিলম্বে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় ।

কাওরাইদ -গয়েশপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজাহারুল ইসলাম বলেন, “প্রতি বছরের মতো এবারো একই পরিমাণ ফি নেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের রেজাল্ট ভাল করতে কোচিং বাবদ অতিরিক্ত ফি আদায় করা হয় । কিন্তু কিছু শিক্ষার্থী কোচিং করতে রাজি না হওয়ায় তা বাতিল করা হয়েছে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন , শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বোড নির্ধারিত ফ্রি দিয়ে ফরম পূরণে সিদ্ধান্ত নেয় কলেজ কতৃপক্ষ ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে