সামরিক বাহিনীর ৮ প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনা পরিবারের নাম বাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৮:১৭ পিএম
সামরিক বাহিনীর ৮ প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনা পরিবারের নাম বাদ

দেশের সামরিক বাহিনীর আটটি সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য অথবা তার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর তিনটি, বাংলাদেশ বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের পরিপ্রেক্ষিতে এই নাম পরিবর্তন করা হয়েছে।

নাম পরিবর্তিত সংস্থা ও স্থাপনার তালিকা নিম্নরূপ:

১. বানৌজা বঙ্গবন্ধু (চট্টগ্রাম নিউ মুরিং) → বানৌজা খালিদ বিন ওয়ালিদ। ২. বানৌজা শেখ মুজিব (ঢাকার খিলক্ষেত নামাপাড়া) → বানৌজা ঢাকা। ৩. বানৌজা শেখ হাসিনা (কক্সবাজারের পেকুয়া) → বানৌজা পেকুয়া। ৪. বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু (ঢাকা সেনানিবাস, কুর্মিটোলা) → বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার। ৫. বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার (ঢাকা সেনানিবাস, কুর্মিটোলা) → বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার। ৬. বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স (যশোর বিএএফ একাডেমি) → বিএএফএ কমপ্লেক্স। ৭. শেখ হাসিনা কমপ্লেক্স (মিরপুর সেনানিবাস, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ) → ডিএসসিএসসি কমপ্লেক্স। ৮. বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (শেরেবাংলা নগর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্স) → প্রতিরক্ষা জাদুঘর।

সরকারের এই সিদ্ধান্তের ফলে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনার নাম নিরপেক্ষ এবং সামরিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের যে কোনো নামকরণ সামরিক ইতিহাস ও মূল্যবোধের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে