মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশী আটক

এফএনএস (টিপু সুলতান,কালীগঞ্জ,ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০১:৪০ পিএম
মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশী আটক

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পারাপারকারী ৫ বাংলাদেশীকে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার উপজেলার শ্রীনাথপুর ও বাঘাডাংগা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে যাওয়ার সময় তাদের আটক করা হয় ।

এ বিষয়টি নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন,শ্রীনাথপুর এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবনগর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ৪ জনকে আটক করা হয়।

অন্যদিকে, বাঘাডাংগা এলাকার সীমান্ত পিলার-৬০/৩১-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক আটক করা হয়।তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে