দ্রুত সময়ের মধ্যে ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) দুপুর ১২টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবরোধ করে শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল রোববার এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।এতে যানচলাচল বন্ধ হয়ে গেলে রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় ফলে দুর্ভোগে পড়ে পথচারিরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিক থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্যারিস রোডে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একত্রিত হন। এসময় তারা, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আমার বোন ধর্ষিত কেন? ইন্টেরিম জবাব দে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে এক শিক্ষার্থী বলেন, দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে বর্তমানে আছিয়ার ধর্ষণ। আমরা এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।