কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বিভিন্ন অবৈধ বালু উত্তোলনের ৬টি ড্রেজার মেশিনে অভিযান চালিয়ে ১টি মেশিন পুরোপুরি অকেজো বাকি ৫ টি আংশিক অকেজো ও সমস্ত পাইপ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোদাল কাটি ইউনিয়নের আনন্দ বাজার,পাখিউড়া এলাকায় এই মোবাইল কোর্টের অভিযান চালান চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহাঙ্গীর আলম বাবু।
জানাগেছে, দীর্ঘ দিন থেকে আইন অমান্য করে কিছু দুষ্কৃতকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা অবৈধ ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিগত ৫ আগষ্টের পর কিছু দিন থেমে থাকলেও বর্তমানে কিছু প্রভাবশালী নেতার সহযোগিতা নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অকপটে নদীতে বালু উত্তোলন করে আসছিল। কয়েক দিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় রাজিব পুরে বালু উত্তোলন থামছে না শিরোনামে প্রকাশিত হয়।এতে প্রশাসনের টনক নড়ে।
ফলে রোববার রাজিব পুর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) দায়িত্ব প্রাপ্ত ম্যজিস্ট্রেট সঙ্গীয় ফোর্স নিয়ে কোদাল কাটি ইউনিয়নের বিভিন্ন চরে চরে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি ও দায়িত্ব প্রাপ্ত ম্যজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু জানান,৬টি বালু উত্তোলন কারী অবৈধ ড্রেজার মেশিনে অভিযান ঢালাই, স্পষ্টে কাউকে পাওয়া যায়নি।
কারণ উপস্থিতি টের পেয়ে মেশিন মালিকগণ পালিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে এমদাদুল হকের ১টি মেশিন অকেজো করা হয়েছে আর বাকি ৫টির আংশিক ক্ষতি সহ সমস্ত পাইপ গুড়িয়ে দেওয়া হয়েছে।যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা।