শেরপুরে প্যাসেঞ্জার সেজে অটো ও মোবাইল ছিনতাই

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০২:৫১ পিএম
শেরপুরে প্যাসেঞ্জার সেজে অটো ও মোবাইল ছিনতাই

বগুড়ার শেরপুরের ছাতিয়ানী সন্যাসীতলা নামক এলাকা থেকে ৯ মার্চ রবিবার রাতে অটো চালক জুয়েল (১৮) ফেলে দিয়ে চায়না অটো ও একটি মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ৩ জন যাত্রী। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী গ্রামের মো. আলকেসের ছেলে মো. জুয়েল চায়না অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ৯ মার্চ রবিবার সকাল ১০ টার দিকে ধুনট উপজেলার হুকুম আলী যাওয়ার কথা বলে জুয়েলের অটো রিজাভ করে অজ্ঞাত তিনজন ব্যাক্তি। সারাদিন ঘোরাঘুরির পর আনুমানিক রাত ৮ টার দিকে খানপুর ইউনিয়নের ছাতিয়ানী সন্যাসীতলা এলাকায় গিয়ে জুয়েলকে মারধর করে তার কাছে থাকা এন্ড্রোয়েড ফোন কেড়ে নিয়ে তাকে ফেলে দিয়ে চায়না অটোটি ছিনতাই করে নিয়ে যায়। পরে জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়। এ ঘটনায় ওইদিন রাতেই জুয়েলের পিতা মো. আলকেস বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অটো ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা। ভিকটিম এখনো অসুস্থ্য। সে সুস্থ্য হলে আসল ঘটনা জানা যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে