আটোয়ারীতে আছিয়া ধর্ষন ও নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০২:৫৯ পিএম : | আপডেট: ১০ মার্চ, ২০২৫, ০২:৫৯ পিএম
আটোয়ারীতে আছিয়া ধর্ষন ও নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী

পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের যুব ফোরাম, আটোয়ারীর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে ফোরামের সদস্যগণ সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে একটি বিক্ষাভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ করে সংগঠনটির নেতৃবৃন্দ। যুব ফোরাম আটোয়ারীর আহবায়ক বকুল চন্দ্র বর্মনের তত্ত্বাবধানে গৃহীত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান, স্থানীয় যুব ফোরামের যুগ্ন আহবায়ক রুবনা আকতার, মোঃ কাদের ও জিল্লুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই। কর্মসূচীতে বক্তারা দেশব্যাপী নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপশি আছিয়া সহ সারা দেশের নির্যাতিত সকল নারী ও শিশুদের নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী রাখেন। সেইসঙ্গে এ জাতীয় ঘটনা রোধে সকলকে সচেতন হতে অনুরোধ জানানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে