চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৩:৪৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাগুরায় আট বছরের শিশুসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ধর্ষণবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকাঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক সাকির আহম্মেদ, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, খাদিজা খাতুন মিম, শারমিন জাহানসহ অন্যরা। 

প্রতিবাদ সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে যে নারীরা পুরুষের কাঁধে কাঁধ রেখে রাজপথে ছিল এ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। উপদেষ্টাদের উদ্দেশ্যে বলা হয়, আপনারা দায়িত্ব নিতে না পারবেন, দায়িত্ব ছেড়ে দেন। তোমারে চেয়ার দেয়ার মালিক আমরা, চেয়ার টানার মালিকও আমরা। বক্তারা আরও বলেন, ধর্ষণের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। ৯০ দিন বা ১৮০ দিনের সময়সীমা নয়, ধর্ষক চিহ্নিত হলেও বিচার শুরু করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে