কুড়িগ্রামের রাজারহাটে যাকাত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০মার্চ) দুপুর ১২টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে বিত্তবান ব্যক্তিদের সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উৎসাহিত করণ শীর্ষক সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশন রাজারহাট উপজেলা শাখার সুপারভাইজার মো. মুরাদ হোসেন প্রমূখ। বক্তারা বলেন, এবারে ই-যাকাত (http.//ezakat.gov.bd) সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে যাকাতের অর্থ জমা প্রদান করতে পারবেন।