বগুড়ায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য ছিন্নমূল অসহায় পথচারী ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক আলবীর ইসলাম শাওন।
৯ মার্চ রবিবার বিকাল চারটায় শহরের সাতমাথা শুরু করে রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় ১৫০ প্যাকেট ইফতার বক্স ছিন্নমূল অসহায় পথচারী ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণ করা হয়।
এই বিষয়ে আলবীর ইসলাম শাওন জানান, সবাই অবগত আছেন যে আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ। আর বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সার্বিক দিকনির্দেশনায় আমার ব্যক্তিগত তহবিল থেকে এই আয়োজন।