উপজেলার মহিষাভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮ টার দিকে নলডাঙ্গা ইউনিয়ন থেকে মধ্যবয়সী অজ্ঞাত এ ব্যক্তির মরাদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় আশারত জেলের কাছ থেকে খবর পেয়ে উক্ত স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না কিভাবে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।