কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সোমবার বেলা ১০টায় এ উপলক্ষে একটি র্যালি উপজেলা প্রশাসনের সামন থেকে বের হয়ে উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ মাঠে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় কর্মসূচিতে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।