দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি’’ এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে দুযোর্গ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশঅসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নূর মামুন, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার রাহি, বিআর ডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সহকারি শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ভ’ইয়া, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ফায়ার সার্ভিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ। এর আগে এক র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।