মাধবপুরে এস.এম স্পিনিং মিলে আগুন

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৫:১০ পিএম
মাধবপুরে এস.এম স্পিনিং মিলে আগুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় এস.এম স্পিনিং মিলের তুলা গো-ডাউনে অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাতে এস.এম স্পিনিং মিলির তুলা গো-ডাউনে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূর্হুতের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহেদ বিন কাশেম ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থ পরিদর্শন করেন।

এস.এম স্পিনিং মিলের জি.এম আবুল বাশার জানান অগ্নিকান্ডে আমাদের প্রায় ১ হাজার মেঃ টন তুলা পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ রাকিবউদ্দিন ভ’ইয়া জানান প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে