আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৫:১৩ পিএম
আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

সারা দেশে শিশু আছিয়া ধর্ষণ কান্ডের রেশ থামার আগেই এবার নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমিনুল হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে আটক করেছে। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। সোমবার (১০ মার্চ) দুপুরে মহাদেবপুর থানার এসআই মনোয়ার হোসেন তাকে আটক করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, গত ৭ মার্চ আমিনুল ওই শিশুকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাজারে নিয়ে যায়। ফেরার পথে মাঠের মধ্যে নির্জন এলাকায় তাকে ধর্ষণের চেষ্ট চালায়। শিশুটি বাড়ি ফিরে অভিভাবকদের জানালে সোমবার ওই শিশুর বাবা বিষয়টি থানা পুলিশকে জানায়। এবিষয়ে শিশুটির বাবা বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে