বরিশালের আগৈলঝাড়া জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মাসুম হাওলাদারসহ প্রমুখ।