নীলফামারীতে নতুন পুলিশ সুপারের যোগদান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৬:৩২ পিএম
নীলফামারীতে নতুন পুলিশ সুপারের যোগদান

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার এ, এফ, এম তারিক হোসেন খান। তিনি নীলফামারী জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মোহসিন। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন।গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার নীলফামারী জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, এ.বি.এম ফয়জুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) এ, কে,এম ওহিদুন্নবী অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল),আর.আই,পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ, নীলফামারী সদর থানা, টিআই প্রশাসন, সদর জোন, নীলফামারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে