ক্ষেতলালে বিএনপির ২ নেতা বহিষ্কার

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৬:৪১ পিএম
ক্ষেতলালে বিএনপির ২ নেতা বহিষ্কার

জয়পুরহাটের ক্ষেতলালে ইউনিয়ন বিএনপির  সাবেক সাংগঠনিক সম্পাদককে হত্যা চেষ্টার অভিযোগ ওয়ার্ড বিএনপির সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে। এঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ২নেতাকে দল থেকে বহিষ্কারের প্রেসবিজ্ঞপ্তিতি দিয়েছেন।

এ নিয়ে ভুক্তভোগী ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনালুল হক (৪৫) বাদী হয়ে ওই ওয়ার্ড বিএনপির সভাপতি-সেক্রেটারিসহ পাঁচজনের বিরুদ্ধে  থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম মাস্টার (৫০), সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম (৫৩), ৮নং বিএনপির সভাপতি ওয়াদুদ ফকির (৬৭), বড়তারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মমিন (৪৩) এবং মাঝিয়াস্থল গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে হেনা মন্ডল (৬৫)।


জানা যায়, গভীর নলকূপের মালিকানা নিয়ে বিরোধ চলছিল বিএনপি নেতা মমিন ও এনামুলের সঙ্গে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে এনামুল হক আলু বিক্রির জন্য স্থানীয় নিমতলী বাজারে আলুর আড়তের সামনে যাই। তারা দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে এনামুলের পথরোধ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এনামুল প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাথারী চর-থাপ্পর মারা শুরু করে। এক পর্যায়ে লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে  মাথায় আঘাত করলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে বাধা দিলে তার বাম হাত ভেঙে যায়। আঘাত পেয়ে লুটিয়ে পড়লে সকলে মিলে লাঠি দিয়ে বেদম মারপিট করে।  পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহতবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 


এবিষয়ে বহিস্কৃত বিএনপি নেতা আঃ মনিন বলেন, আমি এই ওয়ার্ডের বিএনপির একজন কর্মী। এ কারণে আমি আমার বাবা-মায়ের জারজ সন্তান। এ বিষয়ে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। আমি যদি অপরাধ করে থাকি তাহলে তার বিচার আল্লাহ পাক করবেন আর না করলে তিনিই করবেন।

এ বিষয়ে বড়তারা ইউনিয়ন বিএনপি'র সভাপতি হালিম মাস্টার জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা আপনার মাধ্যমে জানতে পারলাম এনামুলকে মারধর করা হয়েছে।  ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) দিপেন্দ্রনাথ সিং জানান, এঘটনায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, ওই মামলার কারনে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে