সারাদেশের ন্যায় সিলেটেও নারী ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং খুন-ধর্ষণ বিরোধী শিক্ষার্থীর ব্যনারে ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নেন। বিগত কয়েকদিনের ন্যায় আজ সোমবার দুপুর থেকেও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও নগরীর চৌহাট্টা এলাকায় শিক্ষার্থীদের স্লোগান আর বিক্ষোভে উত্তাল ছিল।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনার দ্রুত বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী ধর্ষণ, খুনের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে, অথচ প্রশাসন এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ। তারা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় নিতে হবে। শিক্ষার্থীরা বলেন, "যদি আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকার অধিকার নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি!"
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকেও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানো হয়।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। পুলিশি টহলসহ নিরাপত্তা জোরদার করছে এসএমপির বিশেষ টিম। যেকোনো অপ্রতিকর ঘটনা এড়ানোর জন্য তারা মোটরসাইকেলযোগে টহল দিচ্ছে নগরীর আনাচে-কানাচে।