শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে রোববার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার বাজিতখিলা বাজারে বাজার তদারকি করা হয়। এসময় হোটেল-রেস্তোরাঁ, মনোহারী দ্রব্যাদি বিক্রেতা, মাংস বিক্রেতা, ওষুধের ফার্মেসি, ফলমূলের দোকানসহ ইফতার সামগ্রী বিক্রেতাদের দোকান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।
তদারকিকালে নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২টি হোটেল ও একটি মনোহারি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।
অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে বাজিতখিলা বাজারের হোটেল ব্যবসায়ী মুনসুর আলীকে ৩ হাজার টাকা, সইফুল ইসলামকে ২ হাজার টাকা এবং মনোহারি ব্যবসায়ী মেসার্স আরফান এন্টারপ্রাইজের দোকানি মজনু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।