চৌগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৭:০২ পিএম
চৌগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

যশোরের চৌগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী রেকসনা খাতুন (৩২) মৃত্যু হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত রেকসনা খাতুনের স্বামী রাকিবুল ইসলাম সিজার উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্দার রহমানের ছেলে। ঘটনার পর থেকে রাকিবুল পালাতক রয়েছে।

রেকসনা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে। সানোয়ার হোসেন বর্তমানে স্বপরিবারে মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

অভিযুক্ত রাকিবের শারিরিক প্রতিবন্ধী মা শাহানাজ বেগম জানান, রেকসনা রাকিবের ২য় স্ত্রী। ১ম স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। প্রথম স্ত্রীর একটি ছেলে রয়েছে। তিনি বলেন, ২য় স্ত্রী রেকসনাকে নিয়ে রাকিব চৌগাছা শহরের কাজীপাড়া এলাকায় জুয়েলের বাসায় ভাড়া থেকে রেকসনা গৃহপরিচারিকা এবং রাকিবুল রাজ মিস্ত্রীর সহকারি হিসেবে কাজ করতো।রাকিব ৪/৫ দিন আগে রেকসনার সাথে গোলযোগ করে গ্রামের বাড়ি নারায়ণপুর চলে আসে। রেকসনা রোববার (৯মার্চ) রাতে গ্রামের বাড়িতে আসে।তিনি জানান, বউমার অভিযোগ ছিলো রাকিব আমাকে খেতে দেয় ও আগের ঘরের ছেলেকে মিস্টি কিনে দেয়। এ নিয়ে ওদের প্রায়ই গোলমাল হতো। সকালে দুইজন কথাকাটাকাটি করছিল। আমি চলাফেরা করতে পারিনা। আমি কোন রকমে আমার ঘর থেকে যেয়ে থামানোর চেষ্টা করি। কিন্তু পারিনি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রেকসনার লাশ পড়ে আছে। পাশে একটি বাশের অংশ। যাতে রক্ত লেগে আছে। রেকসনা চৌগাছার যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়ির মালিক জুয়েল ঘটনাস্থলে গিয়ে রেকসনার ফোনে কল দিলে সেটি খোলা পাওয়া যায়। রিংটোনের সূত্র ধরে পুলিশ রাকিবুলের রান্নাঘর থেকে দুটি ফোন উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রাকিব-রেকসনা কবে বিয়ে করেছেন তারা জানতেন না। মাঝে-মধ্যে তারা বাড়িতে আসতো। তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।রেকসনা-রাকিব যে বাড়িতে ভাড়া থাকতো সে বাড়ির মালিক তৌহিদুর রহমান জুয়েল বলেন, রেকসনা একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। রোববার সন্ধ্যায় সে বলে আমি শশুরবাড়ি যাচ্ছি। কাল (সোমবার) সকালে এসে কাজে যাবো। সকালে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে এসে দেখি রেকসনা খুন হয়েছে।রেকসনার বাবা সানোয়ার হোসেন বলেন, কিছুই জানা ছিলো না। সংবাদ পেয়ে এসে দেখি মেয়ের লাশ।চৌগাছা থানার উপ-পরিদর্শক ঘটনার তদন্তকারি কর্মকর্তা এসআই মিজানুর বলেন, ভোতা কিছু দিয়ে আঘাতের ফলে নিহতের কপালের বাম পাশে গভীর ক্ষত হয়। ধারনা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  উল্লেখ্য শনিবার (৮মার্চ) ভোর রাতে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে খুন হন শরিফুল ইসলাম (৪০) নামে এক কৃষক। তিনদিনেও অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে