হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু একাডেমীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা ম’সজীবি লীগের সভাপতি এস.এম.জুয়েলকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর(রুপনগর) গ্রামের সৈয়দ মোঃ সেলিম ছেলে। সোমবার বিকালে উপজেলার শাহজীবাজারস্থ সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, মারধোর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাসহ দুটি মামলার মামলা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।