বগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনে ৫ দিনপর চিকিৎসাধিন অবস্থায়, ৯ মার্চ দিবাগত রাত ১ টায় স্ত্রী শরীফা আকতার (২২) এর মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ স্বামী সাগর মিয়া (৩৫),-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে, গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়ন গোয়াল পাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলের সাগরের সাথে, মামলার বাদী একই ইউনিয়নের সাং- উচ্চগ্রাম আকন্দ পাড়া গ্রামের মোঃ আব্দুল আজিজের ছোট বোন শরিফা আকতারের বিয়ে হয়। বিয়ের পর হতে স্বামী সাগর ও তার পরিবার যৌতুকের জন্য শরিফাকে বিভিন্নভাবে নির্যাতন ও চাপ দিতে থাকে। এনিয়ে গ্রাম্য শালিস বৈঠক হলেও তা স্বামী সাগর ও তার পরিবার মানেনি। যৌতুকের দাবী করে (৫ মার্চ) রাত ১০ টয় স্বামী সাগর শরীফা আকতারকে অমানুষিক নির্যাতন করে গুরুতর আহত করে । পর দিন (৬ মার্চ) বাদীর পিতা মাতা শরীফাকে আশংকাজনক অবস্থায় স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাে। সেখানে ৫ দিন চিকিৎসাধিন থাকার পর (৯ মার্চ) শরীফা আকতারের মৃত্যু হয়। এঘটনায় পুলিশ স্বামী সাগর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য বটক করেছে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।