চাঁদপুরে নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৮:০৬ পিএম
দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি

শিশু আসিয়া ও দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে নার্সিং ইনস্টিটিউটের  আয়োজনে মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে (১০ মার্চ) চাঁদপুর ছোট হাসান আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন  করা হয়। এতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী হ্যালো    বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে "ধর্ষকের শাস্তি ফাঁসি চাই", "নারীর নিরাপত্তা নিশ্চিত কর" ইত্যাদি স্লোগান দেন। এবং শহরের প্রধান প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, নার্সিং ইনস্টিটিউট চাঁদপুর এর ইন্সপেক্টর নাজমুর নাহার, নার্সিং ইন্সট্রাক্টর লাইলী আক্তার, বৈষম্য ছাত্র প্রতিনিধি সাগর হোসেন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাবেয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে, যা সমাজের জন্য একটি ভয়াবহ সংকেত। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান আইনে ধর্ষণের শাস্তি থাকলেও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেক অপরাধী শাস্তির মুখ দেখেন না। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এসব অপরাধীদের দ্রুত শাস্তি কার্যকর করার আহ্বান জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে