তেঁতুলিয়ায় অচেতন করে ১০ লাখ টাকা চুরি

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : প : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৮:১৬ পিএম
তেঁতুলিয়ায় অচেতন করে ১০ লাখ টাকা চুরি

ঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও অচেতন করে মন্ডলপাড়া গ্রামে এক পরিবারের ১০ লাখ টাকা সহ মোবাইল ফোন চুকির করেছে অজ্ঞান পার্টি চোরের দল। 

জানা যায় আজ সোমবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনই হাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত কসির উদ্দীনের ছেলে শমসের আলী বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পেশায় একজন ছাগল ব্যবসায়ী। এঘটনায় শমসের আলী (৬০) গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

পরিবার সূত্রে জানাযায়,শমসের আলী ও তার পরিবারের সদস্যরা ইফতারি করার পর শরীর খুব ক্লান্তি লাগে এবং কিছুক্ষনের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। ভোর রাতে সেহেরির  জন্য পাশের বাড়ির  বোমা নামের এক ব্যক্তি তাদের ডাক চিকৎকার শুনতে না পেয়ে ডাকতে এসে  দেখে এক ঘরে তালা লাগানো এবং অন্য ঘরের দরজা গামছা দিয়ে বাঁধা।  তিনি দরজাটি খুলে দিলে পরিবারের অন্যান্য সদস্যরা  চুরির বিষয়টি জানতে পারেন। এসময়  ঘরের বিছানার নিচে জমি বন্ধকের  নগদ ১০ লাখ টাকা, একটি টাস ফোন সহ সোনা গহনা চুরির বিষয়টি বুঝতে পারে। 

শমসের আলীর স্থধর্মীনি জানান, সেহেরিতে রান্না করার জন্য প্রতিবেশি বোমা আমাদের ডাকলে আমরা চেতন হয়ে দেখি বাহির পাশে দুটি দরজা আটকানো। বাহির থেকে বোমা দরজাটি খুলে দিলে চোরের সন্দেহ হলে দেখি ঘরে খাটের ভিতরের বস্তা রাখা ১০লক্ষ টাকা এবং অন্য ঘর হতে ছেলের একটি টাস ফোন ও জমির কাগজপত্র খোয়া গেছে।  

স্থানীয় ৪নং ওযার্ড ইউপি সদস্য আজহারুল জানান ঘটনার খবর শোনে সেই বাড়িতে গেছিলাম। অজ্ঞান পার্টি চক্রটি চেতনানাশক ওষুধ টিউবওয়েলের পানিতে মিশায়ে দিয়ে এসমস্ত চুরির ঘটনা করছে। গত সপ্তাহে পাশের ইউনিয়নের গবরা গছ গ্রামে একইভাবে চুরির ঘটনা ঘটে। এভাবে একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসি খুব আতংকে আছি।   

 তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এনায়েত কবির বলেন, টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়। এবিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে।  থানা থেকে পুলিশের একটি টীম ঘটনা স্থলে তদন্ত গেছে। সেখান থেকে ফিরলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে