চাঁদপুর শহরের নতুনবাজার এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে (১০ মার্চ ২০২৫) ডাকাতিয়া নদীর পল্টুন ঘাটের একটি কক্ষ থেকে প্লাস্টিক বস্তায় মোড়ানো এসএস স্টিল ও লোহার তৈরি ৩০টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১১ মার্চ ২০২৫ তারিখ রাত ১টার পর স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন বাজার, চাঁদপুর সদর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।