লৌহজংয়ে এলজিইডি সড়কের প্যালাসাইডিং নির্মাণে দুর্নীতির অভিযোগ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০১:১৫ পিএম : | আপডেট: ১১ মার্চ, ২০২৫, ০১:১৫ পিএম
লৌহজংয়ে এলজিইডি সড়কের প্যালাসাইডিং নির্মাণে দুর্নীতির অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এলজিইডি অফিসের মাধ্যমে প্রকল্পের মৌছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের প্যালাসাইডিং নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বন্যা কবলিত এলাকায় যেভাবে সড়ক ও প্যালাসাইডিং নির্মাণ কাজ করেছে এটা কোন কাজে লাগবেনা। প্যালাসাইডিং এর খুটি নির্মাণে নিম্নমানের বালু ও খোয়া ব্যবহার করা হয়েছে। ১২ মিলি রড ব্যবহার করার কথা থাকলেও খুটিতে দেয়া হয়েছে ১০ মিলি রড। কিছুদিন পর বৃষ্টিপাত শুরু হলেই খুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা। এছাড়াও সড়কে ব্যবহার করা হয়েছে নিম্নমানের খোয়া। স্থানীয় লোকজন প্রতিবাদ করতে গেলে ঠিকাদার রাকিব মামলার ভয় দেখান বলে স্থানীয়রা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায় উপজেলা সার্ভেয়ার জাফর ইকবাল ঠিকাদারের কাছথেকে ত্রিশ হাজার টাকা আর্থিক সুবিধা নিয়ে তিনি দ্বায়িত্বে থাকার সময় ১২ মিলি রড এর জায়গায় ১০ মিলি রড ব্যবহার করা হয়েছে। 

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলাধীন (ভিআরআরপি) প্রকল্পের আওতায় মাওয়া আর এন্ড এইচ ডাঃ মিজান সাহেবের বাড়ী হতে বড় মসজিদ রোড ভায়া মৌচা জিপিএস রোড (চেঃ ০০-৯৩৩) এর রাস্তার প্রটেকশন ওয়ার্কের জন্য পাইল ও ব্লক নির্মাণ করার জন্য ৭২ লাখ ৮০ হাজার ৮১৫ টাকা ব্যয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকিব এন্টারপ্রাইজ প্রকল্পের কাজ করছেন। 

আর্থিক সুবিধা নেয়ার বিষয় উপজেলা সার্ভেয়ার জাফর ইকবাল অস্বীকার করে বলেন কাজের অনিয়মের কারণে ঠিকাদারকে কয়েকবার চিঠি দেয়া হয়েছে। এবং জেলা থেকে তদন্ত করে পাইল ভেঙে যে ১০ মিলি রড ব্যবহার করা হয়েছে তার ছবি তুলে নিয়ে গেছে।

এ ব্যপারে উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, পাইল গুলো ভিজিট করা হয়েছে পাইলে টুটি আছে। টুটি পাইল আমরা জেলায় পাঠিয়ে দিয়েছি। জেলা থেকে রিপোর্ট আসলে পাইল গ্রহন করা হবে। অন্যথায় তাকে এই পাইল গুলো সরাতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে