লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০১:২৫ পিএম
লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ)  সকালে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ- ৩য় পর্যায়ে প্রকল্প আয়োজনে এ সভা ও ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়। 

লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খোমেনী, বাংলাদেশ গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক শিলা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র‍্য বিমোচন কর্মকর্তা মো. এমরান হোসেন তালুকদার, গাওদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মোড়ল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, পূর্ব পালগাঁও মসজিদের ইমাম মুফতি মাওলানা কামাল উদ্দিন, সমাজসেবক আলেয়া ইসলাম, ইউপি সদস্য তোবারক ঢালী, মো. রাশেদুল ইসলাম, মো. টিটু শিকদার, মো. মোশারফ হোসেন বেপারী, সেলিম বেপারী, বাদল হাওলাদার, ইকবাল শিকদার, শাহআলম বেপারী, সংরক্ষিত নারী সদস্য নারগিস বেগম, রাহিমা বেগম, মাহমুদা বেগম, ইউনিয়ন পরিষদের কাম কম্পিউটার অপারেটর এনামুল হাসান।  সভায় বক্তরা তাদের বক্তব্যে ও ভিডিওর মাধ্যমে গ্রাম আদালতের সুফল এবং গুরুত্ব তুলে ধরেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে