বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন আসাদুজ্জামান দুলাল। সোমবার (১০ মার্চ) রাতে চাটমোহর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষনা দেন।
পাবনার চাটমোহরে বিশিষ।ট নাট্যজন আসাদুজ্জামান দুলাল সংবাদ সম্মেলনে বলেন,গত ৯ মার্চ সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব বরাবর আমি রেজিস্ট্রি ডাকযোগে পদত্যাগপত্র প্রেরণ করেছি। তিনি অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন বলে জানান।
গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য (রাজশাহী বিভাগ) করা হয় আসাদুজ্জামান দুলালকে।