"চাঁদপুর ডিবি পুলিশ কর্তৃক একাধিক মামলার আসামী তম্ময় গ্রেফতার"

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১১ মার্চ, ২০২৫, ০৪:৩৩ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৪:৩৩ পিএম
"চাঁদপুর ডিবি পুলিশ কর্তৃক একাধিক মামলার আসামী তম্ময় গ্রেফতার"

চাঁদপুর সদর মডেল থানার একাধিক মামলার জিআর মূলে ১ জন আসামী তম্ময় দত্তকে (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

১১ মার্চ মঙ্গলবার দুপুরে গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান। তাকে সোমবার(১০ মার্চ ২০২৫) রাতে পুরান বাজার লোহার পুল এলাকা হতে গ্রেফতার করা হয়।

জানা যায়, চাঁদপুর পৌরসভা ২নং ওয়ার্ডের পুরানবাজার লোহারপুল রয়েজ রোড ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তার পিতা হচ্ছেন লোহারপুল আদি মিষ্টান্ন ভান্ডার এর মালিক শংকর দত্ত ও মাতা পাখী দত্ত। সে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান বলেন, এই আসামী তন্ময়ের বিরুদ্ধে সদর থানায় ৪টি মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত অপরাধী। সে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-২৩(২)২৫, ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৪১/৩৭৯/৩৮০/৪২৭/৪৪৮/৫০৬(২), পেনাল কোড, মামলা নং-৩১(১)২৫,ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৮০/৫০৬(২), পেনাল কোড, মামলা নং-৩৭(১১)২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, মামলা নং-৩৬(৬)২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে