রাজশাহীর বাঘায় শিশু আছিয়া ধর্ষণের দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাউসা ইউনিয়নের সচেতন নাগরিকের আয়োজনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একাব উদ্দিন মাষ্টার, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক আবদুর রশিদ, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুফাক্কর মাষ্টার, সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা রুবেল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চপল মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, শাকিল আহম্মেদ প্রমুখ।
ধর্ষণের শিকার শিশু আছিয়ার জন্য ন্যায্য বিচার এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবির স্লোগান ছিল "তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া", "চলো যায় যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে" এবং “আমার বোনের কান্না আর না, আর না"। এ দিকে যতদিন না আছিয়া ন্যায্য বিচার পাচ্ছেন, ততদিন এই আন্দোলন চালিয়ে যাওয়ার তারা একত্ততা ঘোষণাও করেন।