নারী নির্যাতন, ধর্ষণসহ সকল সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৭:১৪ পিএম
নারী নির্যাতন, ধর্ষণসহ সকল সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

সারা দেশব্যাপী নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাসহ নারীর বিরুদ্ধে সকল সহিংসতার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জবাই মাদ্রাসা মোড়ে পাঠশালা-প্রাইভেট হোম এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায়  সাধারণ শিক্ষার্থীদের  পাশাপাশি শিরন্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মাওলানা মোঃ আব্দুল বাকি উপস্থিত ছিলেন।  অন্যানদের মধ্যে মাওলানা মো. আ. লতিফ বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মোঃ আব্দুল লতিফ, মাওলানা মোঃ মোজাম্মেল হক,ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  মানব বন্ধন ও প্রতিবাদ সভায় আগত শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষনা করে  সর্বস্তরের জনসাধারন ধর্ষনসহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে আওয়াজ তোলেন ও অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে