লালপুরে ব্যবসায়ীকে ৭১ হাজার ৫০০টাকা জরিমানা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৭:২৮ পিএম
লালপুরে ব্যবসায়ীকে ৭১ হাজার ৫০০টাকা জরিমানা

পবিত্র মাহে রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং করার সময় তিন ব্যবসায়ীকে ৭১ হাজার ৫০০টাকা জরিমানা করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১মার্চ ২০২৫) দুপুর থেকে বিকাল পর্যন্ত লালপুর উপজেলার চংধুপইল ও চকনাজিরপুর বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল পশু খাদ্য বিক্রয়ের জন্য, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী ধুপঈল বাজারের ব্যবসায়ী আবদুল হাকিম কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৯৭কেজি ভেজাল পশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দেলোয়ার কনফেকশনারী ১৫০০/- টাকা অর্থদণ্ড ও ফল ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে সতর্ক করা হয়েছে। এদিকে অবৈধভাবে মাটি বিক্রয় করার অপরাধে চকনাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে জালাল উদ্দীন নামের এক মাটি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মেহেদী হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লালপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে