বদরখালী ইউনিয়নে আপগ্রেড এলাকায় মিরাজ মুন্সি(৪০) নামে সকাল বেলা এক ব্যাক্তির লাশ পাওয়া যায়, লাশের মাথায় অসংখ্য কোপের চিন্থ দেখতে পাওয়া যায়। নিহত মিরাজ মুন্সি(৪০) বরগুনার ১ নং ইউনিয়নের বাওলকর মুন্সি বাড়ির হোসেন ডাক্তারের মেজো ছেলে।
১২ মার্চ সকালবেলা বরগুনার বাওলকর এলাকায় চালিতাতলা সিকদার বাড়ির পশ্চিম পাশের বিলে একটি জাম গাছের নিচে লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মিরাজের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। মিরাজ সাউন্ড সিস্টেমের ব্যবসা করে এই ব্যবসা নিয়ে কোন ঝামেলা থাকতে পারে অথবা জমিজমা নিয়ে কোন কিছু আছে কিনা এগুলো আমরা যাচাই বাচাই করে দেখছি।