ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৩:০৮ পিএম
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে আগামী ১৫ মার্চ একদিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও (অ:দা:) মোঃ শাহরিয়ার নজির। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কম্েপ্লক্সের প্রধান ডাঃ হুমায়ূন। এসময় বিভিন্ন দপ্তরে প্রধানগণ, ইউপি চেয়ারম্যানদ্বয়, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জাতীয় পুষ্টি সেবা প্রকল্পের বাস্তবায়নে এবং আটোয়ারী উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওই দিন উপজেলার ৬ ইউনিয়নে ৬-১১ মাস বয়সী প্রায় ১৮৫০ জন শিশুকে “নীল” রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ১৬,৪২২ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহন করেছে মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের একঝাঁক কর্মী বাহিনী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে