শেরপুরে গলায় চাকু ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৩:৩১ পিএম
শেরপুরে গলায় চাকু ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় মোটরসাইকেল আরোহীকে থামিয়ে গলায় চাকু ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ১১ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। গত এক সপ্তাহে শহরের মার্কেটরোডে ৩ টি ছিনতাই, ছাতিয়ানী সন্যাসীতলায় ও গাড়িদহ বাজার এলাকায় অটো ছিনতাই, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনায় আতংক বিরাজ করছে জন সাধারণের মাঝে। 

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আঃ বারিকের ছেলে শাহ জালাল কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ব্যবসা করে। ব্যবসায়ীক টাকা আনার জন্য ১১ মার্চ সন্ধ্যায় সে তার ছোট ভাইকে সাথে নিয়ে ধুনট উপজেলায় যায়। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি জোড়া ব্রিজ নামক স্থানে পৌছালে দুটি মোটরসাইকেলে ৬ জন যুবক তাদের পথরোধ করে। পরে শাহ জালালের গলায় চাকু ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি আ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী শাহ জালাল বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিনিয়ত চুরি, ছিনতাই হওয়ায় শেরপুরের জন সাধারণের মাঝে আতংক বিরাজ করছে।

এ প্রসঙ্গে ওই রোডে দায়িত্বরত এ এসআই এরশাদ আলী জানান, ওই সময় তিনি শহরের ধুনটমোড় এলাকায় ডিউটিরত ছিলাম তাই ঘটনাস্থলের খবর জানতে পারিনি। 

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে